কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
কুমিল্লায় পিস্তল-গুলি, রামদা, চাপাতিসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। তাদের কাছে ভয়ঙ্কর সব অস্ত্র ছাড়াও ইয়াবা ও মদ উদ্ধার করা হয়।
আজ রোববার (২৭ এপ্রিল) ভোররাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেন সেনাবাহিনী ও র্যাব সদস্যরা।
অভিযান তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি রিভলভার, ৮ রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, সোনার চেন, ল্যাপটপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটকরা হলেন মো. রুবেল (৩৫), মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭), মো. শাহাদাত হোসেন (২৮), মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মোজাহিদ (২১), মো. রাফিউল আলম শফি (২০) ও হুমায়ূন কবির (৪৫)। এরমধ্যে রুবেল অস্ত্র সরবরাহকারী।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1764243681.jpg)
_medium_1764239070.jpg)
_medium_1764238422.jpg)
_medium_1764237335.jpg)
_medium_1764236882.jpg)
_medium_1764236494.jpg)

