দর্শক উপভোগ করছেন রুনা লায়লা’র সঙ্গে তাদের গান
_original_1745680759.jpg)
অভি মঈনুদ্দীন ঃ গেলো বছরই বিটিভিতে প্রচারের জন্য রুনা লায়লা গেয়েছিলেন ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী, সুরে সুরে আঁকি হৃদয়ে ছবি’ গানটি।
আনজীর লিটনের কথায় আশরাফ বাবুর কথা ও সুরে এই গানের রুনা লায়লা’র সঙ্গে গাওয়ার পরম সৌভাগ্য হয়েছিলো এই প্রজন্মের জনপ্রিয় চার জন সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা, ইমরান, সাব্বির ও ঝিলিক। সেই গানটিই বিটিভিতে প্রচারের বিটিভি মিউজিক’-এ প্রচারিত হচ্ছে। বিটিভি মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রচারের পর গানটি এখন পর্যন্ত দশ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করছেন। অর্থাৎ এই গানের প্রতি শ্রোতা দর্শকের বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
রুনা লায়লা বলেন,‘ বিটিভির ঈদ আনন্দ মেলায় এরইমধ্যে বেশ কয়েকবার গান গাওয়া হয়েছে। গত ঈদেও বিটিভির আনন্দ মেলায় আমি আমার শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো-গানটি গেয়েছিলাম। আর এর আগে বিটিভিতে প্রচারের জন্য ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটি গেয়েছিলাম।
বিটিভিতে প্রচারের পর ইউটিউবেও গানটি যে শ্রোতা দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন, এটা অবশ্যই ভালো বিষয়। সত্যি বলতে কী ভালো গান শ্রোতা দর্শক খুঁজে খুঁজে বের করেই শুনতে ভালোবাসেন। যে কারণেই এই গানটি লক্ষ লক্ষ ভিউয়ার্স উপভোগ করেছেন, হয়তো আগামীতেও করবেন। এই গানে আমার সঙ্গে কনা, ইমরান, সাব্বির, ঝিলিকও গেয়েছে। ওরা ভালো গাইবার চেষ্টা করে।’
কনা বলেন,‘ এটা পরম সৌভাগ্য যে আমি আমার সঙ্গীত জীবনের আদর্শ, যাকে আমি আমার গানের গুরু হিসেবেই মানি-জানি। তারসঙ্গে একই গানে কন্ঠ দিতে পারা এটা যে কতো বড় প্রাপ্তি তা আসলে ব্যাখা করে বুঝানো সম্ভব নয়। আমার কাছেতো বিটিভির সেদিনের পারফর্ম্যান্সের সময়টা এখনো স্বপ্নের মতো মনে হয়। সত্যিই জীবনে কখনোই ভাবিনি যে রুনা ম্যামের সঙ্গে একইমঞ্চে দাঁড়িয়ে মৌলিক গান গাইবো।’
আরও পড়ুনইমরান বলেন,‘ শ্রদ্ধেয় রুনা ম্যাম হলেন একজন বিশ্বনন্দিত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা। তার সঙ্গে দেখা হওয়া, কথা বলা-এটাই যেন অনেক বড় বিষয়। তারসঙ্গে গান গাওয়া এটা আসলে সঙ্গীত জীবনের অনেক বড় প্রাপ্তিই বলবো আমি।’
সাব্বির বলেন,‘ জীবনের অনেক অর্জনের মাঝে শ্রদ্ধেয় রুনা ম্যামের সঙ্গেই গান গাইতে পারা শ্রেষ্ঠতম অর্জনের একটি।’
ঝিলিক বলেন,‘ আমার সৌভাগ্য যে আমি সেরাকন্ঠের দিনগুলো থেকে আজ অবধি শ্রদ্ধেয় রুনা ম্যামের স্নেহ ভালোবাসা পেয়ে আসছি। তারসঙ্গে আমরা চারজন একই গানে কন্ঠ দেবার সুযোগ পেয়েছি, এটা জীবনের অন্যতম সেরা সুযোগ। শুধু দোয়া করি আল্লাহ রুনা ম্যামকে সুস্থ রাখুন, আরো দীর্ঘদিন আমাদের মাঝে রাখুন।’
মন্তব্য করুন