ভিডিও শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:২২ দুপুর

সম্প্রচার সত্ত্ব বিক্রি নিয়ে যা বললেন বিসিবি প্রেসিডেন্ট 

সম্প্রচার সত্ত্ব বিক্রি নিয়ে যা বললেন বিসিবি প্রেসিডেন্ট ,

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজের সম্প্রচার নিয়ে বেশ চাপেই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেসরকারি কোনো সম্প্রচার প্রতিষ্ঠান আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত এগিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সিরিজটি বিনামূল্যে সম্প্রচার করবে বিটিভি। 

আজ শনিবার (১৯ এপ্রিল) এক অনুষ্ঠানে এমনটাই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আমরা কৃতজ্ঞ বিটিভির প্রতি। তাদের ব্যস্ত সময়সূচির মাঝেও সিরিজটি সম্প্রচারে সম্মত হয়েছে তারা। সচিব মহোদয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। যেখানে সাধারণত সময় কিনে সম্প্রচারের সুযোগ নিতে হয়, সেখানে তারা নিজ থেকেই উদারতা দেখিয়ে এগিয়ে এসেছে। এটা আমাদের জন্য বড় সহায়তা।’  

বিসিবি সভাপতির ভাষ্য মতে, সম্প্রচার সত্ত্ব নিয়ে চ্যালেঞ্জ এখন শুধু বাংলাদেশের একার নয়। আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক সংকটে রয়েছে অনেক ক্রিকেট বোর্ড। ফারুক বলেন, ‘এই মুহূর্তে একটু সময় খারাপ যাচ্ছে। আইসিসি’র ইভেন্ট সম্প্রচারে নিয়োজিত প্রতিষ্ঠান জিও স্টারও এখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। স্পনসরশিপ নিয়ে জটিলতা আছে। সরকার পরিবর্তনের পর আমরা অনেক বিষয় নতুনভাবে সামাল দেওয়ার চেষ্টা করছি।’  

আরও পড়ুন

এসময় তিনি জানান, বিটিভি’র পাশাপাশি সিরিজের অন্য ম্যাচগুলো বেসরকারি টিভি চ্যানেলেও সম্প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। তার ভাষায়, ‘আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। যদি আরেকটি টিভি চ্যানেল পাই, তাহলে তাতে সম্প্রচারের ব্যবস্থা করব। এই ম্যাচ না হলেও পরের ম্যাচ থেকে অন্তত অন্য কোনো চ্যানেলে দেখানোর চেষ্টা করব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রাম রিলস ভাইরালের সহজ উপায়

সাধারণ ভুলে কমছে ওয়াশিং মেশিনের আয়ু? জেনে নিন সুরক্ষার উপায়

ফ্রিল্যান্সিংয়ের অদৃশ্য দেয়াল পেপাল

বুড়িগঙ্গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি

দুইদিনের ব্যবধানে দুই যুবক লাশ হয়ে ফিরলো তারাগঞ্জের বাড়িতে

গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন জামায়াত প্রার্থী মাজেদুর রহমান