ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৫, ১০:৫৭ দুপুর

আইএমডিবিতে জায়গা করে নিল ‘বরবাদ’

আইএমডিবিতে জায়গা করে নিল ‘বরবাদ’, ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক: সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, সব প্রেক্ষাগৃহতেই জমজমাট ব্যবসা করছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এ সিনেমাটি ২ সপ্তাহ হয়ে গেলেও চাহিদা কমেনি বরং সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। সিনেমাটির আয়ও বাড়ছে দাঁপিয়ে। এবার বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটাবেজ আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) তালিকায় উঠে এসেছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা।

মেগাস্টার শাকিবের সিনেমাটি আইএমডিবির সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় ৪৪তম স্থানে রয়েছে।আইএমডিবির চার্টে দেখা গেছে, প্রথমেই রয়েছে হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’। এছাড়াও স্নো হোয়াইট, অ্যানোরা, সুপারম্যান, মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং, সিকান্দার, ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর পাশাপাশি জায়গা করে নিয়েছে ঢাকাই সিনেমা ‘বরবাদ’।আইএমডিবিতে সিনেমাটি ৭.৪ রেটিং পেয়েছে। যে হিসেবে বরবাদ ইতিবাচক রিভিউ’ই পেয়েছে চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে।

হলিউড, বলিউডের সঙ্গে আইএমডিবি চার্টে বাংলাদেশি সিনেমার স্থান পাওয়াকে গর্ব হিসেবে দেখেছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

পরিচালক গণমাধ্যমে জানিয়েছেন, ‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।’ সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেলেও এখনও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় ১২৩টি সিনেমা হলে চলছে ‘বরবাদ’। গত দুই সপ্তাহে যেই সংখ্যাটা কমেনি। ফলে বরবাদের আয় খুব শিগগিরই ৫০ কোটি ছুঁয়ে ফেলবে।
 
এ বিষয়ে ‘বরবাদ’র প্রযোজক শাহরিন আক্তার জানান, প্রথম ৭ দিনে সিনেমার গ্রস কালেকশন ছিল সাড়ে ২৭ কোটি টাকা। পরবর্তী ৪ দিনে ছিল ১০ কোটির বেশি। সে হিসেবে অঙ্কটা দাঁড়ায় ৩৭ কোটিরও বেশি।
 
তিনি আরও জানালেন, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে শো-এর সংখ্যা না কমলে এই সপ্তাহেই বরবাদের আয় ছাঁড়িয়ে যেতে পারে ৫০ কোটি টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তিবাসীর জন্য শুকনা খাবার নিয়ে আসছে বিভিন্ন সংস্থা | Dhaka | Daily Karatoa

ড্রেজিংয়ের মাধ্যমে দুধকুমার নদ থেকে বালু উত্তোলন ভাঙনের তীব্রতা বাড়ার আশঙ্কা

কড়াইল বস্তিতে এখন শেষ সম্বল খুঁজছেন বস্তিবাসী | Dhaka | karail | Daily Karatoa

বিপিএলে ফি/ক্সিং/য়ে অভিযুক্ত ক্রিকেটারদের বিশেষ নজরে রাখবে বিসিবি | BPL | BCB | Daily Karatoa

বগুড়ায় চলতি আমন মৌসুমে সরকারি গুদামে ধান কেজিতে ১ ও চাল ৩ টাকা বৃদ্ধি

জয়পুরহাটের পাঁচবিবিতে গৃহহীন আক্কাছ আলীর জীবন কাটে রেলওয়ে স্টেশনে