ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:৫১ দুপুর

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ নিহত ২

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ নিহত ২, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পাকশী রেলওয়ের এমএস কলোনির ৯ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও এমএস কলোনির বাসিন্দা দুলাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৬৫)।

স্থানীয়রা জানান, আয়নুল ইসলামের বাড়িতে তার অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা না থাকায় অটোরিকশা চার্জ দেওয়ার জন্য এমএস কলোনিতে ফাতেমা খাতুনের গ্যারেজে চার্জ দিতেন। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত আয়নুল বিদ্যুৎস্পৃষ্টে হন। চিৎকার শুনে ফাতেমা বেগম তাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুতায়িত হন। এ ঘটনায় ঘটনাস্থলেই আইনুল মারা যান। হাসপাতালে নেওয়ার পর ফাতেমা বেগমের মৃত্যু হয়।

আরও পড়ুন

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাকিউল আজম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করার পর নিহতদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

বিজয় দিবসে টিকিট ছাড়াই মুক্তিযুদ্ধের সিনেমা দেখাবে প্রেক্ষাগৃহ

নেতানিয়াহুর সাথে বৈঠকে বসছেন ট্রাম্প, কি নিয়ে আলোচনা?

অশ্রুসিক্ত চোখে ক্রিকেটকে বিদায় জানালেন শামসুর রহমান

বিজয় দিবসে বিনা টিকিটে ঘুরে দেখা যাবে জাদুঘর

সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত : ড. হামিদুর