ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫, ০৬:৩৬ বিকাল

চাঁদপুরে নিজ কক্ষ থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে নিজ কক্ষ থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া জনতা ব্যাংক শাখার এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল ) সকালে রাকিবুল হাসান নামের ওই ব্যাংক কর্মকর্তার মৃতদেহ সূচিপাড়া বাজারে আপন প্লাজা (আব্দুর জব্বারের বিল্ডিং) ভবনের পঞ্চম তলার ১৫ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয় বলে শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান।

মৃত রাকিব হাসান শরীয়তপুর জেলার জাজিয়া উপজেলার পাচু খার কান্দির সিরাজ সরদারের ছেলে। তিনি শাহারাস্তি উপজেলার সুচিপাড়া বাজার জনতা ব্যাংকের লোন অফিসার।

রাকিব হাসানের বন্ধু নাজিম উদ্দীনের বরাতে ওসি বলেন, আপন প্লাজা ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর কক্ষে ভাড়া থাকতেন রাকিবুল। রাকিব সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তার সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলেন। এপর নিজ নিজ রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন তারা। সকাল ৮টার দিকে রাকিব ঘরের দরজা না খোলায় সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহায়তা শাহরাস্তি থানায় খবর দেন।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা বলছে, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিবের দরজা ভেঙে ফ্যানের সিলিং রডের সঙ্গে ঝুলত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ওসি আবুল বাসার বলেন, “এই ঘটনায় স্থানীয় জনসাধারণ এবং জনতা ব্যাংক সূচিপাড়া শাখার সদস্যদের মধ্যে সন্দেহ ক্ষোভ বিরাজ করছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানের নামে ‘মব’ সমর্থন করে না এনসিপি : নাহিদ

শীত বাড়ায় বগুড়ার শেরপুরে পুরাতন কাপড়ের দোকানে ভিড়

বেনজীরের জব্দকৃত সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী বদল দাবিতে টঙ্গীতে মশাল মিছিল!

বিএনপি নেতাকর্মীদের বহনে ১০ রুটে চলবে স্পেশাল ট্রেন

কুয়াকাটায় নিজ বাড়িতে যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার