ভিডিও সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫, ০৩:০৭ দুপুর

আবারও আইসিসি’র বড় দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

আবারও আইসিসি’র বড় দায়িত্বে সৌরভ গাঙ্গুলি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলিকে আবারও আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তার প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণও এই কমিটিতে সদস্য হিসেবে পুনরায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে।

২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়া সৌরভ গাঙ্গুলি ২০১৯ সালের অক্টোবর মাস থেকে ২০২২ সালের অক্টোবর মাস পর্যন্ত বিসিসিআইয়ের ৩৫তম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পর বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি হন রজার বিনি। সৌরভ গাঙ্গুলি ২০২১ সালে প্রথমবার আইসিসি’র এই গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসি’র পক্ষ থেকে তাকে এই গুরুদায়িত্ব দেওয়া হলো। এর আগে যখন তিনি প্রথমবার এই পদে চেয়ারম্যান হয়েছিলেন, তখন তিনি ভারতীয় দলের আরেক প্রাক্তন সতীর্থ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন। কুম্বলে তিন বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছিলেন।

গাঙ্গুলি এবং লক্ষ্মণ ছাড়াও আইসিসি’র পুরুষ ক্রিকেট কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জনাথন ট্রট। 

আরও পড়ুন

অন্যদিকে, আইসিসি তাদের নতুন মহিলা ক্রিকেট কমিটির চেয়ারপারসন হিসেবে নিউজিল্যান্ডের প্রাক্তন অফ-স্পিনার ক্যাথরিন ক্যাম্পবেলকে নিযুক্ত করেছে। এই কমিটিতে অন্য দুই সদস্য হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাভরিল ফাহে এবং দক্ষিণ আফ্রিকার ফোলেৎসি মোসেকি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

খুলনায় বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা-গুলি, নিহত ১

দিনাজপুরের গো-খাদ্য ধানের খড় যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়

গাইবান্ধার পলাশবাড়ীতে আমন গাছে গোড়াপঁচা রোগ বালাইনাশকেও কাজ হচ্ছে না

প্রাকৃতিক দুর্যোগে লালমনিরহাটের কৃষকদের মাথায় হাত

খালেদা জিয়াকে দিনাজপুর সদরে প্রার্থী করার দাবিতে সমাবেশ