ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

ভ্যান চালকের সোনালী স্বপ্ন আগুনে পুড়ে নিঃশেষ

ভ্যান চালকের সোনালী স্বপ্ন আগুনে পুড়ে নিঃশেষ। প্রতীকী ছবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটে এক ভ্যান চালকের সোনালী স্বপ্ন আগুনে পুড়ে ছাড়খার হয়ে গেছে। গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েলের আগুনের সূত্রপাত থেকে পুড়ে ছাই হয়ে গেছে ভ্যান চালক নাজমুলের সংসার জীবন। আগুনে ৩টি শয়নকক্ষসহ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ৩টি গরু, ৪টি ছাগল, ১০টি হাঁস, ১৬টি মুরগি, বাড়িতে থাকা আসবাবপত্র, ৭০ হাজার ও স্বর্ণালঙ্কার।

সব হারিয়ে নিঃস্ব জীবনযাপন করছে নাজমুল হোসেনের পরিবার। বেঁচে থাকার তাগিদে জীবন যুদ্ধে হার না মেনে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বাড়িঘর নতুন করে তৈরিতে পুনরায় চেষ্টা চালাচ্ছেন নাজমুল হোসেন। গত শনিবার (২৯ মার্চ) রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর ধানগোলা গ্রামে কয়েলের আগুনে পুড়ে ছাই হয়ে যায় অসহায় নাজমুল হোসেনের সবকিছু।

জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ওইদিন রাতে ঘটনাস্থল ঘুরে দেখেছি। ক্ষতিগ্রস্ত পরিবারবে সরকারি সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিষদে আসার জন্য বলা হয়েছে। আমার পক্ষ থেকে অসহায় পরিবারের জন্য সর্ব্বোচ চেষ্টা চলমান রয়েছে।

আরও পড়ুন

এবিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম আহমেদ জানান, যেহেতু আমি উপজেলায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। যদি এমন কোন ঘটনা উপজেলায় ঘটে থাকে তাহলে আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারিভাবে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সহায়তা প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডাকাতি হওয়া ৭ হাজার ৪শ’ লিটার পাম তেলসহ ট্রাক উদ্ধার

শরীয়তপুরে প্রতিপক্ষের হামলায় স্কুলশিক্ষক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেফতার ৬

বগুড়ায় শ্রমিক দলের কার্যালয়ে হামলার মামলায় ডা. মিল্লাতকে কারাগারে প্রেরণ

নওগাঁর আত্রাইয়ে মাদকসহ যুবক গ্রেফতার