ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

মিয়ানমারে ত্রাণের গাড়িবহরে জান্তার গুলি

মিয়ানমারে ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চল

মিয়ানমারে ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে চীনা ত্রাণ সহায়তা বহনকারী গাড়িবহর লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে জান্তা সৈন্যরা। মঙ্গলবার রাতে চীনা রেড ক্রসের গাড়িবহর লক্ষ্য করে এই গুলি করা হয়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বিগত কয়েক দশকের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে বিভিন্ন দেশ ও সংস্থা ত্রাণ বিতরণ করছে। তবে, বিদ্রোহী তৎপরতা ও নিরাপত্তাহীনতার কারণে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। 

বুধবার মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র জানায়, চীনা রেড ক্রসের গাড়িবহর একটি সংঘাতপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছিল, এবং তারা স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করেনি। জান্তা বাহিনী পরে ফাঁকা গুলি ছুড়ে তাদের সতর্ক করে। তবে গুলি চালানোর পরও ত্রাণ কর্মীরা নিরাপদে তাদের সহায়তা পৌঁছাতে সক্ষম হন। 

আরও পড়ুন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গুলি চালানোর পরেও ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়েছে এবং মিয়ানমারের সকল পক্ষকে ত্রাণ সরবরাহকারী ও উদ্ধারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান। 

এর আগে গত শুক্রবার মিয়ানমারে একটি বড় ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ফলে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ