লালমনিরহাটে ছিনতাইকালে জনতার হাতে আটক ২
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় বিকাশ এজেন্ট ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী নুরুজ্জামানের নিকট থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় ২ ছিনতাইকারিকে আটক করেছে জনতা।
গতকাল বুধবার দিনগত রাত ২টার দিকে উপজেলার টংভাংগা ইউপি‘র পশ্চিম বেজগ্রামের রেল লাইন সংলগ্ন এলাকায়। এসময় তাদের কাছ থেকে ১লাখ ৮৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো ওই এলাকার জমির উদ্দিনের ছেলে নাজমুল এবং আমিনুরের ছেলে আবু বক্কর।
জানাগেছে ঘটনার রাতে দোকান বন্ধ করে আব্দুর রহমানের ছেলে নুরুজ্জামান বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌছা মাত্রই কয়েকজন ছিনতাইকারি তার পথ রোধ করে কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তার নিকট থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে সটকে পড়ে।
এ সময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে দুই ছিনতাইকারিকে আটক করে পুরিশে সোর্পদ করে। পরে আটক দুই ছিনতাইকারি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। পুলিশ তাদের কাছ থেকে ১লাখ ৮৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে। ছিনতাই কাজে আরো দুই জন জড়িত থাকার কথাও তারা স্বীকার করে।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী দৈনিক করতোয়া’কে বলেন, পলাতক অপর ছিনতাইকারিদের আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1763660052.jpg)
_medium_1763659728.jpg)
_medium_1763659259.jpg)
_medium_1763658726.jpg)
_medium_1763657287.jpg)
_medium_1763656334.jpg)


_medium_1763644476.jpg)