ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৫, ০৭:৪৩ বিকাল

কুড়িগ্রামের চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক সাত মাস ধরে অনুপস্থিত

কুড়িগ্রামের চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক সাত মাস ধরে অনুপস্থিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : দীর্ঘ সাত মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মাসুদ রানা নামের এক অফিস সহায়ক (এমএলএসএস)। কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশ উপেক্ষা করে ২০২৪ সালের ৩১ আগস্টের পর তিনি একদিনও অফিসে আসেননি বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধা জেলা সদরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়ার ছেলে মো. মাসুদ রানা। বাবার মুক্তিযোদ্ধা কোঠায় ২০১০ সালে অফিস সহায়ক (এমএলএসএস) পদে চাকরি পান। ওই সালের ৩ অক্টোবর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। দীর্ঘদিন বিভিন্ন স্টেশনে চাকরি করে পূর্বের কর্মস্থল সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি হয়ে ২০২৩ সালের জুলাই মাসে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে কারণে-অকারণে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও বর্তমানে প্রায় ৭ মাস ধরে কর্মস্থলে আসছেন না মাসুদ রানা। এরই মধ্যে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে তিনি অজুহাত দেখিয়ে বেশ কিছু অর্থ ধার নিয়েছেন বলেও জানা গেছে। হাসপাতাল সূত্র জানায়, ২০২৪ সালের আগস্ট মাসে ১০ দিনের বেশি সময় ধরে ছুটি কিংবা অনুমতি ছাড়াই অফিসে অনুপস্থিত ছিলেন মাসুদ রানা। এরপর ১৮ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অফিসে দস্তখত করলেও ১ সেপ্টেম্বর তারিখ থেকে তিনি নিরুদ্দেশ। অফিস বিভিন্ন ভাবে তার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পায়নি।

প্রায় ৭ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কর্তৃপক্ষ তাকে ২০২৪ সালের ১৭ অক্টোবর, ৩০ নভেম্বর ও ২০ ডিসেম্বর তারিখে ৩ দফায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করলেও তিনি কোন জবাব দেননি কিংবা কর্মস্থলে উপস্থিত হননি। প্রায় সাত মাস ধরে অনুপস্থিত অফিস সহায়ক মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

আরও পড়ুন

হাসপাতালের হিসাব রক্ষক মো. শামসুর রহমান জানান, অফিস সহায়ক মাসুদ রানা গত বছরের ১ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত থাকায় বর্তমানে তাকে মাসিক বেতন দেয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে একজন অফিস সহায়ক না থাকায় কাজে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, অফিস সহায়ক মাসুদ রানা কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়ে তাকে পর পর তিনবার কারণ দর্শানোর নোটিশ দিয়েও তার কোন জবাব পাইনি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি সারাজীবন মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবেন: চরমোনাই পীর

ওসমান হাদি দেশের জন্য নির্ভীক পথপ্রদর্শক : আইন উপদেষ্টা

হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

বগুড়া সাংস্কৃতিক ফোরাম, ঢাকা’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নওগাঁর রাণীনগরে ৩টি গরু চুরি

আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: ওসমান হাদির ভাই