ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ মার্চ, ২০২৫, ০৭:৪১ বিকাল

প্রতারকের রাজা কোটালীপাড়ার মশিউরকে  গ্রেপ্তার

প্রতারকের রাজা কোটালীপাড়ার মশিউরকে  গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  রাজধানী ঢাকার আফতাব নগর থেকে দেশজুড়ে প্রতারক হিসেবে পরিচিত শতাধিক প্রতারণা মামলার আসামি মশিউর রহমান খান বাবুকে (৪২) গ্রেপ্তার করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশ।


গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত প্রতারক মশিউর রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে।

আরও পড়ুন

ওসি আবুল কালাম আজাদ বলেন, “তথ্যপ্রযুক্তির মাধ্যমে শতাধিক প্রতারণা মামলার আসামি মশিউর রহমান ঢাকার আফতাব নগর অবস্থান করছেন নিশ্চত হয়ে কোটালীপাড়া থানা পুলিশ অভিযান চালায়। এসময় ওই স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরো বলেন, “মশিউর রহমান খান বাবু ভয়ঙ্কর এক প্রতারক। ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এরমধ্যে কোটালীপাড়া থানায় ২০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। সেই পরোয়ানার আলোকে আমরা মশিউর রহমান বাবুকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি।”

ওসি আরো বলেন, “মশিউর রহমান বাবু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এর আগে বাবুকে সিআইডি, ডিবি, র‌্যাব প্রতারণা মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও আইনের ফাঁক গলে জেল থেকে বেরিয়ে আসেন। তারপর আবারও প্রতারণা শুরু করেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বাজারে অ/বৈ/ধভাবে আইফোন বিক্রি করছে চীনা নাগরিক

ভেনেজুয়েলার ভবিষ্যৎ কোন পথে

দেশের স্বার্থে শ্রমবাজার উন্মুক্ত করুন

২৯৫ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার, দ্রুত বাস্তবায়ন: সাইদুর রহমান

যুক্তরাষ্ট্রকে চেচনিয়ার প্রেসিডেন্টকে অপহরণ করতে বললেন জেলেনস্কি

সন্তান জন্মের ১৮ দিনের মধ্যেই কাজে ফিরলেন ভারতী