ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

গাইবান্ধার ফুলছড়িতে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়িতে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে গল্প শোনানোর লোভ দেখিয়ে ভুট্টাক্ষেতে ডেকে নিয়ে মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে বিষা শেখ (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার দুর্গম চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নের চর হরিচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার বিষা শেখ ওই গ্রামের হোসেন মুন্সির ছেলে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের বাসিন্দা ও কিসামত ধলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী বাড়ির পাশে খেলছিল। এসময় একই গ্রামের বিষা শেখ (৭৫) গল্প শোনানোর কথা বলে কৌশলে ওই শিশুটিকে তার ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে থানা পুলিশ গতকাল সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিষা শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

ফুলছড়ি থানার পুলিশ জানায়, ভিকটিমকে একজন নারী পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন এবং তার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। এবিষয়ে গত সোমবার রাত ১০টার দিকে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান বলেন, ঘটনা জানার পর পুলিশ অভিযুক্ত বিষা শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ

 একতরফা ভালোবেসে গায়ে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা