ভিডিও শুক্রবার, ০২ মে ২০২৫

সিরাজগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ

সিরাজগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদি হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। গত রোববার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের একটি গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হয়। ভুক্তভোগী ওই শিশু দ্বিতীয় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মোহাম্মদ আলী পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাড়ুয়া গ্রামের মোহাম্মদ আলী তাকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় অভিযোগ দিলে আমরা সেটা মামলা হিসেবে রজু করে নিয়েছি। তিনি আরও বলেন, মামলার আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, নাড়ুয়া গ্রামের আব্দুল আলীমের বাড়িতে শিশুযত্ন কেন্দ্র রয়েছে। রোববার সকালে সেখানে ছোট ভাই-বোনকে রেখে আসতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় আব্দুল আলীমের ছেলে মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়।

আরও পড়ুন

সেদিন বিকেলে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানায়। তার বাবা বাড়িতে না থাকায় পরদিন অন্যান্য স্বজনেরা তাকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসক দেখিয়ে ওষুধপত্র নিয়ে বাড়িতে নিয়ে যান।

কিন্তু তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বৃহস্পতিবার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ডা. রায়হান খন্দকার জানান, বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত। ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে জুলাই গণহত্যার আসামিনের মনোনয়ন বাতিলের দাবি

ফুলশয্যার রাতেই বরের মৃত্যু, বাকরুদ্ধ নববধূ

নাফ নদী থেকে আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি

চাঁদপুরের বেপরোয়া গতির মোটরসাইকেলের দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত 

শিক্ষার্থীর হাতে কাঁচের টুকরো রেখে সেলাই

বগুড়ার ধুনটে আমের লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১