ঠাকুরগাঁওয়ে নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কুলিক নদীতে গোসল করতে গিয়ে গতকাল বুধবার বিকেলে রহমত উল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রাউতনগর মধ্যপাড়া এলাকার আব্দুল মালেকের শিশুপুত্র রহমতউল্লাহ সহপাঠীদের সাথে কুলিক নদীর ধারে খেলতে যায়। খেলার একপর্যায়ে সে নদীতে নামলে পানিতে তলিয়ে যায়। এরপর এলাকাবাসী শিশুটিকে উদ্ধারের জন্য অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ইফতারের পরপরই শিশু রহমত উল্লাহর লাশ কুলিক নদী থেকে উদ্ধার করে।
এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হক মুঠোফোনে বলেন, এধরনের একটি শিশুর মৃত্যু হয়েছে। তবে অভিযোগ না থাকায় লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার রাত ১১টায় পারিবারিকভাবে শিশুটির লাশ দাফন করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1763660052.jpg)
_medium_1763659728.jpg)
_medium_1763659259.jpg)
_medium_1763658726.jpg)
_medium_1763657287.jpg)


