ভিডিও সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

গুরুতর আহত হৃতিক রোশন

গুরুতর আহত হৃতিক রোশন, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার হৃতিক রোশনের ব্যস্ত সময় কাটছে ‘ওয়ার’ সিনেমার দ্বিতীয় কিস্তির শুটিং নিয়ে। এই সিনেমায় তার সঙ্গে যোগ হয়েছেন জুনিয়র এনটিআর। ফলে ‘ওয়ার ২’ নিয়ে দর্শকের আগ্রহ অনেক বেশি। কিন্তু এরই মাঝে ঘটলো বিপত্তি। শুটিং সেটে আহত হৃতিক।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমার গানের দৃশ্যে অভিনয় করতে গিয়ে আঘাত পেয়েছেন হৃতিক। ওই দৃশ্যের মহড়ায় অংশ নিয়েছিলেন হৃতিক ও দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র। ওই সময় পায়ে আঘাত পান তিনি। এদিকে হৃতিক আহত হতেই শুটিং বন্ধ করে দিয়েছেন সিনেমার পরিচালক। অন্যদিকে চিকিৎসক চার সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন হৃতিককে। অন্যথায় এই আঘাত থেকে বড় সমস্যা হতে পারে বলে দিয়েছেন সতর্কবার্তা। 

আরও পড়ুন

সিনেমাটির আগের পর্ব হৃতিকের সঙ্গে ছিলেন টাইগার শ্রফ। এবার সঙ্গে নেওয়া হয়েছে এনটিআর জুনিয়রকে। দু’জনের নাচ আছে সিনেমায়। সে দৃশ্য ফুটিয়ে তুলতেই আহত অভিনেতা। ২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’। সিনেমাটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। তবে সিক্যুয়েল পরিচলনার দায়িত্ব পেয়েছেন অয়ন মুখোপাধ্যায়। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট নিয়ে বিএনপি-জামায়াত একমত হতে পারছে না কেন ? | Daily Karatoa

বগুড়া-০৬ আসনে ধানের শীষের সমর্থনে ছাত্রদলের গণসংযোগ কর্মসূচি | Daily Karatoa

ঢাকা, সিটি ও আইডিয়াল কলেজের মধ্যে শান্তি চুক্তি অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোলাকুলি ও ফুল-মিষ্টি বিতরণ

বগুড়ার সূত্রাপুরে আন্তঃজেলা চো-র চক্রের এক সদস্য আটক | Daily Karatoa

কেন বন্ধুকে ২৬ টুক/রা করে ম/র/দে/হ ড্রামে ভরে রাখে? আড়ালে এক সিনেমাটিক গল্প | Daily Karatoa

শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ আজ