ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৫, ০২:৩৫ দুপুর

পশ্চিম তীরে আরও চার ফিলিস্তিনিকে হত্যা

পশ্চিম তীরে আরও চার ফিলিস্তিনিকে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরে আর চার ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল বাহিনী। এছাড়া গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় চারজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

সিভিল অ্যাফেয়ার্স অথরিটি বলেছে, পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর হাতে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী তিনজনের মরদেহ আটকে রেখেছে। এদিকে ইসরায়েলি বিমান হামলায় মধ্য গাজার নেটজারিম করিডোরের কাছে পাঁচজন নিহত হয়েছেন। রাফাহ শহরের কাছে এর আগে ড্রোন হামলায় এক নারী নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারটি নতুন করে চলা হামলায় নিহত হয়েছেন। এছাড়া ৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যাকে ৪৮ হাজার ৫০৩ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ইসরায়েলের হামলায় আহত হয়েছেন এক লাখ ১১ হাজার ৮২৭ জন।খবর : আল জাজিরা

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

নির্বাচন সামনে রেখে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

নিলামে বিক্রি হল সোনার কমোড, দাম ১.২১ কোটি

ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

ডাকসুর ব্যাপারে মানুষের আগ্রহ আমাকে বিস্মিত করে: ঢাবি ভিসি

বীজ থেকে কাঠ, কাঠ থেকে যন্ত্র এবং সুরের যাত্রায় ভিন্নধর্মী প্রদর্শনী ‘গায়েন অরণ্য'