ভিডিও শুক্রবার, ২১ মার্চ ২০২৫

পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্রা উল্টে কৃষক নিহত

পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্রা উল্টে কৃষক নিহত

ফরিদপুরে এক পথচারীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী মাহিন্দ্রা উল্টে ইদ্রিস হাজরা (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল  সোমবার রাতে ফরিদপুর-সালথা সড়কের শোলাকুন্ডু মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. জাফর ইকবাল।

ইদ্রিস হাজরা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের মৃত আ.লতিফ হাজরার ছেলে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে পেঁয়াজ খেত দেখতে যান কৃষক ইদ্রিস হাজরা। সেখানে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে তাম্বুলখানা বাজার থেকে মাহিন্দ্র যোগে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে মাহিন্দ্রটি শোলাকুন্ড মাদরাসার সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে উল্টে যায়। এ সময় ইদ্রিস হাজরাসহ ৭ যাত্রী আহত হন। 

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকরা ইদ্রিস হাজরাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় অপর এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি; ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি শিক্ষক গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে হিমাগারে আলু রাখতে ছয় উপজেলার কৃষক চরম বিপাকে

ডিবির হাতে যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘ভাইপো রাকিব’ আটক

মহিপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীকে হত্যার অভিযোগ

কুড়িগ্রামের চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক সাত মাস ধরে অনুপস্থিত