ভিডিও শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

কক্সবাজারে গুলি ছুড়ে লুট করল গরু 

কক্সবাজারে গুলি ছুড়ে লুট করল গরু 

নিউজ ডেস্ক:   কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া উত্তর পাড়ায় গুলি ছুড়ে গরু লুট করা হয়েছে। 

সোমবার (১০ মার্চ) রাত ১টার দিকে গরু লুট করা হয়। 

ভুক্তভোগী নুরুল আলম জানান, গভীর রাতে সশস্ত্র ডাকাত দল তার বাড়ির আঙিনার গোয়ালঘরে হানা দেয় এবং গরু লুট করতে শুরু করে। তখন ঘরের ভেতর থেকে তার ছেলে জয়নাল আবেদীন বের হলে ডাকাতরা তাকে মারধর করে। পরে ভীতি সৃষ্টি করতে ১০-১৫ মিনিট টানা গুলি ছুড়ে তারা দুটি গরু নিয়ে মহাসড়কের দিকে পালিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে মোটরসাইকেলও ছিল। লুট হওয়া গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা।

নুরুল আলম বলেন, ‘‘থানা থেকে আমাদের এলাকায় পৌঁছাতে ১০-১৫ মিনিট লাগে, কিন্তু ডাকাত পড়ার খবর দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ আসে।’’

আরও পড়ুন

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, ‘‘গুলি করে গোয়ালঘর থেকে গরু লুটের খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।’’


স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে চিহ্নিত কিছু অপরাধীর ছত্রছায়ায় মিয়ানমারে চোরাই গরু পাচার হয়। তাদের সন্দেহ, একই চক্র নুরুল আলমের পালিত গরুগুলো লুট করে থাকতে পারে। 


কিছুদিন আগে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘‘চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের গরুচোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেপ্তার করা হয়। এর কয়েকদিন পর, গত ৩ ফেব্রুয়ারি কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের পেকুয়া-বরইতলী সড়কের পূর্ব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ এলাকায় গুলি ছুড়ে আমার বাড়ি থেকে তিনটি গরু লুট করা হয়।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে জেলে নিহত

বগুড়ার শেরপুরে দিনের বেলায় মোটরসাইকেল চুরি

বগুড়ার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

বগুড়ার আলোচিত সেই বিড়াল হত্যাকারী বুলবুলিকে আটক করেছে পুলিশ

সিরাজগঞ্জের কাজিপুরে কাঁঠাল গাছের মাথা কেটে ফেলার অভিযোগ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে আবাসিক হোটেলের ‘দালাল’ গ্রেফতার