ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বিসিবির সব ফর্মেটে কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের নাম প্রত্যাহার

বিসিবির সব ফর্মেটে কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদের নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক:   তাহলে কি অবসরে যাচ্ছেন মাহমুদল্লাহ রিয়াদ?  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে না থাকার অনুরোধ জানান অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি’কে তিনি অনুরোধ করেছেন, কোন ফরম্যাটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। 

বিসিবির কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত ২২ জনের  খসড়া তালিকায় নাম ছিল ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহর। বিসিবির সর্বশেষ সভায় ওই কেন্দ্রীয় চুক্তি পাশ হওয়ার কথা ছিল। সেখানে তাকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল।

কিন্তু রিয়াদ নাম প্রত্যাহার করে নেওয়ায় তাকে ছাড়াই এখন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি। যার অর্থ বিসিবির সঙ্গে মাহমুদউল্লাহ কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না তিনি।  

আরও পড়ুন

কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহর মতো নাম ছিল মুশফিকুর রহিমেরও। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন এটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল। তবে মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেওয়ায় শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি। প্রস্তাবিত তালিকায় মুশফিক ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। তাকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হতে পারে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন মুশফিক ও মাহমুদউল্লাহ। দুই ম্যাচ খেলে মুশফিকের পারফরম্যান্স ভালো ছিল না। এক ম্যাচ খেলে ব্যর্থ হন রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরেই তাদের বিদায় বলার গুঞ্জন ছিল। তবে মুশফিক দেশে ফিরে ওয়ানডে থেকে অবসর ঘোষণা করলেও রিয়াদ তেমন কিছুর ঘোষণা দেননি। জানা গেছে, টেস্ট ও টি-২০’র মতো ওয়ানডে ফরম্যাটও মাঠ থেকে ছাড়তে চান রিয়াদ। তাতে সমর্থন আছে বিসিবিরও। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৩৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত

নাটোরের গ্রিন ভ্যালী ওল্ড এজ হোম এন্ড অরফানেজ-কে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিএসআর তহবিল থেকে ৫.০০ (পাঁচ) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান

পূবালী ব্যাংক পিএলসি এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক  ব্যাংকাসুরেন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলায় দুইটি চোরাই গরু উদ্ধার