ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৫, ১১:৩৮ দুপুর

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়, ছবি: সংগৃহীত

ধর্মডেস্ক: চলতি বছরের পবিত্র রমজান মাস কবে শুরু তা নির্ধারণ করতে আজ (১ মার্চ) সন্ধ্যায় বৈঠকে বসছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। বাদ মাগরিব কমিটির সভাপতি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। সেখানে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নির্ধারণ করা হবে।ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আজ জাতীয় চাঁদ দেখা কমিটি রমজান মাস কবে শুরু হবে সেবিষয়ে সিদ্ধান্ত নেবে। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

আরও পড়ুন

ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির অনুষ্ঠান উপস্থাপনায় ঐন্দ্রিলা

ফেরাউনকে পাঠানো আল্লাহ তাআলার ৯ নিদর্শন

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে অডিও শুনবেন যেভাবে

আপগ্রেডেড অরিজিন ওএস ৬ এর সাথে ভিভো এক্স৩০০ প্রো

বিজয়ের মাসে তাদের নিয়ে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

চট্টগ্রামে লায়ন্স প্রাক্তন জেলা গভর্ণর সম্মাননা