ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

গোপালগঞ্জে ট্রাঙ্কে বস্তাবন্দি স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

নিহত স্কুলছাত্র মুহিন মোল্যা

গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা মুহিন মোল্যা (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভাড়াটিয়া ঝালমুড়ি বিক্রেতা আমিনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ভাড়াটিয়া ঝালমুড়ি বিক্রেতা আমিনের ঘর থেকে ট্রাঙ্কে লুকিয়ে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্কুলছাত্র মুহিন মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম মোল্লার ছেলে এবং রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন

ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গত শনিবার সকালে বাড়ির পাশের দোকানে জুস কিনতে যায় মুহিন। এরপর থেকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে। গত রোববার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিন, ওই গ্রামের শাওন ও সিহাবকে আটক করে।

পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সোমবার ভোররাতে আমিনের ঘর থেকে বস্তায় বেঁধে ট্রাঙ্কে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় আমিন মিয়ার স্ত্রী শাহানারা বেগমকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে এই শিশুকে হত্যার পর মরদেহ ট্রাংকে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কেন হত্যা করা হয়েছে তা বলতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের নৌকা ডুবিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

৫ ও ৬ আগস্ট দেশব্যাপী 'বিজয় র‍্যালি' করবে বিএনপি

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যালয়ের জমি দখলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত

হবিগঞ্জের শাহজীবাজার তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও অগ্নিকাণ্ড

‘সাজিদ হ ত্যা র দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়িয়ে যেতে পারে না’ | Daily Karatoa

ছাত্র-জনতার জন্য ভাড়া করা ৮ জোড়া ট্রেনের সময়সূচি