ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ভর্তি পরীক্ষার্থীদের নানাবিধ সুবিধায় অগ্রণী জবি ছাত্রদল

জবি প্রতিনিধিঃ আজ (১৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডি-ইউনিট ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নানাবিধ সুবিধা দিয়ে পাশে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। নবগঠিত কমিটির আহবায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব মো. সামসুল আরেফিনের নেতৃত্বে, শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে এই আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ: ফাইল, স্কেল ও কলম প্রদান করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া, অসুস্থ শিক্ষার্থীকে সহায়তা করা, প্রবেশপত্র প্রিন্ট করে দেওয়া হয়। 

উল্লেখ্য, আজ অনুষ্ঠিত দুই শিফটের ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন

ছাত্রদলের আজকের কার্যক্রম নিয়ে আহবায়ক মেহেদী হাসান হিমেল জানান, ‘অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। আমি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিভাবক ও পরীক্ষার্থীসহ আমার নেতাকর্মীদের ধন্যবাদ দিচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল। পরবর্তী সময়েও পাশে থাকবে।’

সদস্য সচিব মো. সামসুল আরেফিন বলেন, ‘আজকের শিক্ষার্থীদের পাশে বিশেষভাবে ছাত্রদল ছিল বিভিন্ন সুবিধা নিয়ে। অভিভাবকদের দারুণ সাড়া পাওয়া গিয়েছে। তারা ছাত্রদলের সহযোগিতামূলক আচরণে ভূয়সী প্রশংসা করেছে মাইকের মাধ্যমে নাম ডেকে শিক্ষার্থীদের সন্ধান দেওয়ায়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নাই : হাসনাত আবদুল্লাহ

শেষ মুহূর্তের গোলে লা লিগার শীর্ষে ফিরল বার্সা

তালিকায় যে প্রতীক নেই তা কোনভাবেই দেওয়া সম্ভব না : ইসি আনোয়ারুল

বগুড়ার সারিয়াকান্দিতে অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার

থাইল্যান্ডে ভারতীয় যুবকের গাঁজা সেবন, অদ্ভূত আচরণে গ্রেপ্তার

মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২১