ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২৪ দুপুর

ধামরাইয়ের প্রাইভেটকার চাপায় নিহত ১ ,আহত ৫

ধামরাইয়ের প্রাইভেটকার চাপায় নিহত ১ ,আহত ৫

নিউজ ডেস্ক: ঢাকার ধামরাই উপজেলার ঢাকা-টাঙ্গাইল বাইপাস সড়কের বাঙ্গালপাড়া এলাকায় প্রাইভেট কারের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িটির ভেতরে থাকা সাভার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষিকাসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে দুর্ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া মোটরসাইকেল আরোহীর নাম মো. আলী আজগর বাদল (৪৮)। তিনি উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার নুরুল ইসলাম মাস্টারের ছেলে। আলী আজগর একটি এনজিওর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

আহতরা হলেন- ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষিকা স্বরনিকা আলম (৩০), তার দুই মেয়ে জিম (৭) ও জাহিন (৬), জুন (১৪) এবং প্রাইভেট কারের চালক আলমগীর। আহতরা সবাই টাঙ্গাইল জেলার কালিয়াকৈর থানার হিজলহাটি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন


এলাকাবাসী জানান, আজ সকাল ৭টার দিকে কালিয়াকৈর থেকে সাভার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজগামী প্রাইভেট কারটি ধামরাইয়ের বাঙ্গালপাড়া এলাকায় এসে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। পরে প্রাইভেট কারের আহত চালক ও যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।


ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শহীদ খোকন পার্কে খালেদা জিয়ার ওপর আলোকচিত্র প্রদর্শনী বৃহস্পতিবার

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থকদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

পাবনা-২ আসনে প্রচার প্রচারণায় সরব ধানের শীষ-দাঁড়িপাল্লা

১২ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ

বগুড়ার শেরপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ: নারীসহ আহত ৪