ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

পপির প্রতিবাদ

পপি

অভি মঈনুদ্দীন : আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত এক ভিডিও বার্তায় পপি তার মা ও বোনদের আনা অভিযোগকে ‘মিথ্যাচার, বানোয়াট ও নাটক’ বলে পাল্টা মন্তব্য করেছেন।

পপি বলেছেন, নিজের জন্য না ভেবে সারাজীবন যাদের কাজ করে নিজের হাতে সবটুকু দিয়েছি তারা আসলে আমার না। কান্নাজড়িত কণ্ঠে পপি বলেন, ভাই-বোনদের লালন করে বড় করেছি। কিন্তু এদের মধ্যে কৃতজ্ঞতাবোধ নেই। কাদের নামে অভিযোগ করবো? এরা তো আমারই ভাইবোন। ওদের কারণে অনেক লাঞ্ছিত নির্যাতিত হয়েছি কিন্তু কিছুই বলিনি। আমার রোজগারের টাকায় কেনা সম্পত্তির কিছুই আমার নামে ছিল না। দেহটা ছাড়া আমার সবকিছু তাদের আন্ডারে ছিল। বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজন অনুভব করলে দেখলাম আমার জানটা ছাড়া কিছুই নেই। পৃথিবীতে ভালো মা যেমন আছেন তেমনি খারাপ মাও আছে। দুর্ভাগ্য মা আমাকে ভালোবাসেনি।

কাঁদতে কাঁদতে পপি বলেন, মা বোনদের কাছে আমি সোনার ডিমপাড়া হাঁস ও টাকা ছাপানোর মেশিন ছিলাম। ভালোবাসা না পেলেও আগে কোনো অভিযোগ করিনি। ২০০৭ সালে জানতে পারি আমার কোনো কিছু ছিল না। তখন ফিল্মের আলমগীর ভাই আমাকে অনেক হেল্প করেছেন। তিনি অনেক সাপোর্ট করেছিলেন। বাবা মাকে ডেকে কিছু ফেরত দিতে বলেছিলেন। কিন্তু তারপর বাবা মা বেঈমানি করেছে। সিনেমার নায়িকা হলেও বাস্তব জীবনে অনেককিছু ফেইস করেছি। এতদিন বোকা ছিলাম। যখনই চোখ কান খুলেছে তখন আমি পরিবারের শত্রু।

আরও পড়ুন

এই নায়িকা বলেন, ২৮ বছর ধরে হয়তো আমি ক্যামেরার সামনে ভালো অভিনয় করেছি। এজন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। কিন্তু বাস্তবে জীবনে আমি অনেক কাঁচা। চুপ থেকে অনেক সহ্য করাটাই পরিবার আমার দুর্বলতা মনে করেছে। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করলাম। মা বলে আমি এতদিন চুপ ছিলাম। আর পারছি না। দীর্ঘ ভিডিও বার্তায় বাকি জীবনটা ভালো থাকার জন্য পপি তার শুভাকাঙ্ধসঢ়;ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি পপি জানান, তিনি তার মা বোন ভাইদের কাছ থেকে দূরে থেকেই ভালো থাকতে চান। সবশেষে পপি বলেন, সম্মানের সঙ্গে যেন আমার মৃত্যু হয় এই দোয়াটুকু করবেন সবাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

শাহবাগে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি শুরু

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি 

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান ৫৯ ব্রিটিশ এমপির

চাঁদপুর শহরে লেক থেকে এসএসসি পাশ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শাপলা প্রতীক হিসেবে কেউ পাবে না: সিইসি