ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০৬ বিকাল

পিরোজপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

পিরোজপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কাউখালী নৈকাটি সড়কের কাঠালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। 
 
নিহত হাবিবা (৬) কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের কাঠ ব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে। হাবিবা স্থানীয় গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। 
 
আজ বুধবার সকালে মায়ের সাথে হাবিবা এক আত্মীয়কে অটোরিকশায় উঠিয়ে দেওয়ার জন্য কাউখালী নৈকাটি সড়কের কাঠালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় যায়। এসময় একটি অটোরিকশা হাবিবাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাবিবাকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হাবিবা মারা যায়।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। বেপরোয়া অটোরিকশা ড্রাইভারসহ অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শরণার্থী শিবিরের ২৫টি ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

তারেক রহমানকে চিঠি পাঠিয়ে যা বললেন মোদি

বাজির শব্দে আনন্দ নয়, ভয় পায় শিশু, আতশবাজি এড়িয়ে চলুন: মাহেদী

সিরাজগঞ্জে সড়কের ওপর ঝুলে আছে তারের জঞ্জাল