ভিডিও রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

নওগাঁর রাণীনগরের কুজাইলহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

নওগাঁর রাণীনগরের কুজাইলহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধি : নানা জটিলতার কারণে এক বছর পর নওগাঁর রাণীনগরের কুজাইল হাটে সরকারি দোতলা পল্লী মার্কেট ভবন নির্মাণের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল সোমবার থেকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুনিরজ্জামানের নেতৃত্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু, স্থানীয় ইউপি সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী অফিস (এলজিইডি) সূত্রে জানা গেছে দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কুজাইল হাটে ১২হাজার ৬শ’ বর্গ ফুট জায়গায় চারতলা ভিতের উপর দোতলা পল্লী মার্কেট ভবন নির্মাণ কাজের দরপত্র আহবান করা হয়। নিচতলায় কাঁচা বাজার এবং উপর তলায় ২৪টি দোকান ঘর নির্মাণ হবে।

যার প্রাক্কলিত মূল্য ধরা হয় ৪ কোটি ৪৭ লাখ টাকা। ইতোমধ্যেই দরপত্রের মাধ্যমে মেসার্স সাহারা কনস্ট্রাকশন-ইএসবি নামক ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে। ভবনের নির্মাণ কাজটি গত বছরের ১৯ মে শুরু হয়ে ২০২৫সালের ৩০ আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু স্থানীয়দের নানা জটিলতার কারণে উচ্ছেদ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান জানান জেলা প্রশাসনের উদ্যোগে এক মাস আগে হাটের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদেরকে নোটিশ প্রদান করা হয়। সেই নোটিশের প্রেক্ষিতে গতকাল সোমবার এই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। যারা তাদের স্থাপনা সরিয়ে নেননি উচ্ছেদের পর সেই স্থাপনার উপকরণগুলো বাজেয়াপ্ত করে পরে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

এছাড়া যারা উচ্ছেদ কার্যক্রমে বাধা প্রদান করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রকৌশলী মো: ইসমাইল হোসেন জানান স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত জটিলতার কারণে ভবন নির্মাণের জায়গাটি ফাঁকা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে। দ্রুতই উচ্ছেদ কার্যক্রম শেষে ভবন নির্মাণের দৃশ্যমান কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের চিত্র বদলে যাবে : ওবাইদুর রহমান চন্দন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের প্রস্তুতি সভা

আনসার-ভিডিপি দেশে দক্ষ জনশক্তি তৈরির কারখানা : রংপুর রেঞ্জ উপ-মহাপরিচালক

পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ হাসপাতালটি সীমিত পরিসরে চালু আগামী মাসেই

বগুড়ার সারিয়াকান্দিতে সাময়িক বরখাস্তের শেষ হলেও স্কুলে যেতে পারছেনা প্রধান শিক্ষক

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন