ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১২ দুপুর

কনসার্ট চলাকালীন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন সোনু নিগম

কনসার্ট চলাকালীন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন সোনু নিগম, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : কনসার্ট চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে ভারতের পুনেতে পারফর্ম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী।

দ্য ওয়াল এক প্রতিবেদনে জানিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে গায়কদের টানা পারফর্ম করতে হয়। যার ফলে, বেশিরভাগ সময়ই পিঠে সমস্যা দেখা দেয়। সোনু নিগমেরও তাই হয়েছে। এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শ নিয়ে বিশ্রামে রয়েছেন গায়ক। সোনু নিগম তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, গানের সঙ্গে জমিয়ে নাচছেন সোনু নিগম। কিছুক্ষণ পরই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। দ্রুত মঞ্চে ছুটে যান তার টিমের সদস্যরা। ঠিকভাবে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না তার। পরে মঞ্চ থেকে তাকে নামিয়ে নেওয়া হয়। ভিডিও বার্তায় সোনু নিগম বলেন, অসহ্য যন্ত্রণা হচ্ছিল। মনে হচ্ছিল, মেরুদণ্ডে সুচ বিঁধে রয়েছে! জীবনের সবচেয়ে কষ্টকর দিন মনে হয় এটাই ছিল। কিন্তু আমার হাত স্বয়ং সরস্বতী ধরেছিলেন। তাই বড় কোনো বিপদ হয়নি।

মূলত, শোয়ের আগে থেকেই পিঠে ব্যথা হচ্ছিল সোনু নিগমের। কিন্তু বিষয়টি পাত্তা না দিয়ে গান গাইতে মঞ্চে ওঠেন। যন্ত্রণা হওয়ার পরও শ্রোতা-দর্শকদের কথা ভেবে পারফর্ম করেন এই গায়ক। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী কর্মী নিয়োগ দেবে এসিআই মটরস, কর্মস্থল ঢাকা

মহাসড়কে নিরাপত্তা পেতে আইন মেনে পথ চলুন : হাইওয়ে এসপি, বগুড়া

অপেক্ষায় রুনা খান

আরাফাতের নির্দেশনায় বিজ্ঞাপনে তারা

সেলস ম্যানেজার নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

ডে কেয়ার সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক, থাকছে না বয়সসীমা