পাবনার সুজানগরে পাট ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ক্লু উদ্ধার

সুজানগর (পাবনা) প্রতিনিধি : অবশেষে পাবনার সুজানগর পৌর বাজারের বিশিষ্ট পাট ব্যবসায়ী পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী বাসুদেব ওরফে বেগু হালদারের টাকা ছিনতাইয়ের ক্লু উদ্ধার করেছে সুজানগর থানা পুলিশ। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তারের মাধ্যমে ওই ক্লু উদ্ধার করা হয়। সেই সাথে গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত আরও একজন ছিনতাইকারীকে চিহ্নিত করতে পেরেছে থানা পুলিশ। তবে সে গা-ঢাকা দিয়ে আছে।
গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারী হলো- উপজেলার চরসুজানগর গ্রামের আবু শেখের ছেলে বাবুল শেখ (৪০) ও চরভবানীপুর গ্রামের মালু শেখের ছেলে সাইদুল ইসলাম (৩২)। এদের মধ্যে বাবুল শেখকে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুজানগর পৌর বাজার থেকে এবং সাইদুল ইসলামকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, গত বছরের ৪ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে পাট ব্যবসায়ী বেগু হালদার বাসা থেকে বের হয়ে পাট কেনার জন্য সুজানগর পৌর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসার কিছুটা অদূরে যাওয়ার এক পর্যায়ে ৩জন অজ্ঞাত সশস্ত্র ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১ লাখ ৭৫ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
আরও পড়ুনএব্যাপারে বেগু হালদার বাদি হয়ে গত ৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে অজ্ঞাতনামা ওই তিন ছিনতাইকারীর বিরুদ্ধে সুজানগর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবুল বাসার মামলা দায়েরের পরই আসামিদের গ্রেপ্তারের মাঠে নামেন। তবে ছিনতাইয়ের পর পরই আসামিরা আত্মগোপন করায় তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা যায়নি।
এরই এক পর্যায়ে স্থানীয়ভাবে সংগৃহীত সিসি ক্যামেরার ফুটেজ এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পাশাপাশি অপর ছিনতাইকারীর নাম প্রকাশ করেছে। তবে সে গা-ঢাকা দিয়ে থাকায় গ্রেপ্তার করা যায়নি। থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা বলেন, খুব শিগগিরই গা-ঢাকা দিয়ে থাকা ওই ছিনতাইকারী কেউ গ্রেপ্তার করা হবে।
মন্তব্য করুন