ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৫, ১১:১০ রাত

বকেয়া পরিশোধে সময় বেঁধে দিল আদানি

বকেয়া পরিশোধে সময় বেঁধে দিল আদানি। প্রতীকী ছবি

এবার বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে নতুন করে সময় বেঁধে দিয়েছে ভারতীয় ব্যাবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ। আগামী জুনের মধ্যে বকেয়া পরিশোধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিয়েছে তারা। 

আজ রবিবার পিডিবিকে পাঠানো চিঠিতে আদানি বলেছে, পিডিবির কাছে তাদের পাওনা ৮৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ৬ জানুয়ারি পর্যন্ত সময়ে পিডিবিকে সরবরাহ করা বিদ্যুতের বিল হিসেবে এ বকেয়া জমেছে পিডিবির কাছে।

জুনের মধ্যে বিল পরিশোধ করা না হলে চুক্তি অনুসারে বিলম্ব ফি হিসেবে পরিশোধ করতে হবে পিডিবির। তবে পিডিবি জানিয়েছে, বিলে কয়লার দাম নিয়ে বিরোধ আছে। চুক্তিতে উল্লেখিত সূত্র অনুসারে কয়লার দাম হিসাব করছে আদানি। আর কয়লার প্রকৃত দাম ধরে বিল হিসাব করছে পিডিবি।

তাদের হিসাবে আদানির পাওনা ৭০ কোটি ডলারের মতো। পুরনো বকেয়া জমলেও এখন নিয়মিত বিল পরিশোধ করা হচ্ছে। পিডিবি সূত্র বলছে, ৯ জানুয়ারি আদানি ও পিডিবির প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকেই বকেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এর ভিত্তিতেই এখন আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আদানি গ্রুপ। জানা যায়, বকেয়া বিল নিয়ে দীর্ঘদিন ধরেই চিঠি চালাচালি করছে আদানি ও পিডিবি। এর আগে গত বছরের ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠি দিয়েছিল আদানি গ্রুপ। ওই সময় একটি ইউনিট থেকে উৎপাদনও বন্ধ করেছিল তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শহরের কৈপাড়ায় স্ত্রীকে হ-ত্যা করলো স্বামী! | Bogura

বড় ভাই সভাপতি ছোট ভাই সম্পাদক

গাইবান্ধা কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁর নয়া ডিসির ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শন

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরে হাবিপ্রবিতে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত