ভিডিও শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

ইরানে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে গুলি করে হত্যা

ইরানে সুপ্রিম কোর্টের ২ বিচারপতিকে গুলি করে হত্যা। প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে বন্দুক হামলায় সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ বিচারপতি নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে তেহরানের ট্রাইব্যুনাল ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত হামলাকারীও আত্মহত্যা করেন।

নিহত বিচারপতিরা হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মুকিসেহ। তারা আদালতের বিভিন্ন শাখার সভাপতির দায়িত্ব পালন করতেন। ইরানি বিচার বিভাগের মিডিয়া সেন্টার এক বিবৃতিতে বলেছে, নিহত বিচারপতিরা জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ দমনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বিবৃতিতে তাদের সাহসী ও অভিজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, একজন পিস্তলধারী ব্যক্তি বিচারপতিদের কক্ষে ঢুকে গুলি চালায়। তবে হামলাকারীর পরিচয় এবং উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিচার বিভাগের মিডিয়া সেন্টার জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, অপরাধী অতীতে সুপ্রিম কোর্টে কোনো মামলায় জড়িত ছিল না এবং তিনি আদালতের দর্শণার্থীও ছিলেন না। এ ঘটনায় একজন নিরাপত্তা রক্ষীও আহত হয়েছেন। বর্তমানে হামলার সঙ্গে জড়িত অন্যান্য সন্দেহভাজনদের চিহ্নিত ও আটক করার জন্য তদন্ত চলছে।

নিহত বিচারপতি হোজ্জাত আল-ইসলাম রাজিনি ১৯৯৮ সালে তেহরানের বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে একবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। আর বিচারপতি মুকিসেহ ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হন, যেখানে তাকে ‘অসংখ্য অবিচারী বিচার পরিচালনার জন্য দায়ী’ বলা হয়েছিল।

আরও পড়ুন

ইরানে বিচারপতিদের লক্ষ্য করে হামলার ঘটনা বিরল। তবে গত কয়েক বছরে দেশটিতে হাই-প্রোফাইল ব্যক্তিদের লক্ষ্য করে বেশ কয়েকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

 

 

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলে টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো ফরচুন বরিশাল

চিটাগং কিংসকে হারিয়ে ফরচুন বরিশালের টানা দ্বিতীয় শিরোপা

মজলিসে আলুঘাটি কমবেশি দেয়া নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়ায় গুঁড়িয়ে দেওয়া আ‘লীগ ও জাসদ অফিস নিয়ে দিনভর আলোচনা 

পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার ২ গোষ্ঠীর সংঘর্ষ; আহত ১২

হবিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামির পলায়ন