ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৪ বিকাল

বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরীর বাটার গলি তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আব্দুল মালেক হাওলাদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলার আসামি আব্দুল মালেক হাওলাদার।

আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি তার বাটারগলি বাসভবনে অবস্থান করছেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক।

গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৩ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন।মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়।

এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৬০০-৭০০ জনকে। ওই মামলায় আব্দুল মালেক হাওলাদারকে নিজ বাসভবন থেকে সোমবার রাতে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শহরের কৈপাড়ায় স্ত্রীকে হ-ত্যা করলো স্বামী! | Bogura

বড় ভাই সভাপতি ছোট ভাই সম্পাদক

গাইবান্ধা কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁর নয়া ডিসির ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শন

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরে হাবিপ্রবিতে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত