ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

হেলান দিয়ে শুয়ে থাকলে কি অজু ভেঙে যাবে?

হেলান দিয়ে শুয়ে থাকলে কি অজু ভেঙে যাবে?

জাগ্রত অবস্থায় হেলান দিয়ে শুয়ে থাকলে অজু ভাঙে না। হেলান দিয়ে ঘুমালেও সব অবস্থায় অজু ভাঙে না। কেউ যদি আসন গেড়ে বা জমিনের সাথে ভালোভাবে লেগে বসে হেলান দিয়ে ঘুমায়, তাহলে তার অজু ভাঙে না। শোয়া বা ঘুমানো মূলত অজু ভঙ্গের কারণ নয়।

অজু ভঙ্গের কারণ হলো বাতকর্ম বা পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হওয়া যা ঘুমের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকে। কেউ যদি হেলান দিয়ে বসে বা এমন যে কোনো অবস্থায় ঘুমায় যে ঘুমে অচেতন অবস্থায় তার বায়ু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অজু ভেঙ্গে যাবে।

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সা.) বলেছেন, নামাজের সিজদায় ঘুমিয়ে গেলে অজু ভাঙে না, তবে চিৎ হয়ে শুয়ে পড়লে ভেঙে যাবে, কারণ চিৎ বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়। (যেহেতু এ অবস্থায় পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হওয়ার সম্ভাবনা রয়েছে) (সুনানে আবু দাউদ: ২০২)

১. পেশাব ও পায়খানার রাস্তা দিয়ে পেশাব, পায়খানা, বাতাস, ক্রিমি ইত্যাদিসহ যে কোনো কিছু বের হলে অজু ভেঙে যায়।

২. শরীরে যে কোনো জায়গা থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙে যায়।

৩. খাবার, পানি, রক্ত বা পিতের পানি মুখ ভরে বমি হলে অজু ভেঙে যাবে। অল্প অল্প করে কয়েক বার যদি বমি হয় এবং সবগুলোর মিলিত পরিমাণ যদি মুখ ভরে কৃত বমির সমান হয়, তাহলেও অজু ভেঙে যায়।

৪. দাঁত বা মাড়ি থেকে অল্প রক্ত বের হলে অজু ভাঙবে না। কিন্তু যদি বেশি রক্ত বের হয়, থুথু ফেললে যদি দেখা যায় থুথুর চেয়ে রক্তের পরিমাণ বেশি, তাহলে অজু ভেঙে যায়।

আরও পড়ুন

 

৬. নারীদের যৌনাঙ্গ থেকে ইস্তেহাযার রক্ত বের হলে অজু ভেঙে যায়। (হায়েয নেফাস ছাড়া কোনো অসুস্থতার কারণে নারীদের যৌনাঙ্গ থেকে রক্ত বের হলে তাকে ইস্তেহাযা বলা হয়।)

৭. নারীদের স্তন থেকে দুধ ছাড়া অন্য কিছু যেমন রক্ত, পূজ বা শরীরের রস বের হলে অজু ভেঙে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস