ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

দিনাজপুরের কাহারোলে কাঁচাসবজির দাম কমে যাওয়ায় স্বস্তি

দিনাজপুরের কাহারোলে কাঁচাসবজির দাম কমে যাওয়ায় স্বস্তি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে কাঁচা শাকসবজির দাম হাতের নাগালে থাকায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলার হাট-বাজারগুলোতে প্রচুর পরিমাণে শাকসবজি ওঠায় সাধারণ ক্রেতাদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। গতকাল শনিবার বিকেলে উপজেলার সবচেয়ে বড় হাট কাহারোল হাটের কাঁচাসবজির বাজারে গিয়ে দেখা যায়, কয়েক দিন আগে যে, সবজির দাম ছিল বেশি এখন তা অনেক কম।

সবজি ব্যবসায়ী আব্দুল হাই ও আব্দুল লতিফ জানান, খুচরা পর্যায়ে প্রতি কেজি শিম ২০ টাকা, বেগুন ১৫ টাকা, ফুলকপি বড় আকারের দুইটি ১০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কাঁচামরিচ ৩০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৪০ টাকা, টমেটো ৫০ টাকা, পেঁপেঁ ১৫ টাকা, আদা ১২০ টাকা, ধনিয়া পাতা ৬০ টাকা, বাঁধাকপি প্রতিটি ১৫ টাকা, লাউ প্রতিটি ২০ টাকা, পালং শাক প্রতি কেজি ২০ টাকা, দেশি পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

কাহারোল হাটে আসা দিনমজুর রঞ্জনা রানী রায় ও দিপক চন্দ্র রায় জানান, বর্তমানে এই হাটে সব কিছুর দাম অনেক কম, এর মধ্যে সবচেয়ে দাম কম শাক-সবজির। দাম কম হওয়ায় সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে ভালই আছে।

আরও পড়ুন

অত্র হাটে আসা উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সবজি চাষি বিনয় চন্দ্র রায় বলেন, হঠাৎ করে সবজির দাম কমে যাবে তা আমার জানা ছিল না। আমি প্রতি বছর প্রচুর পরিমাণে আলুসহ অন্যান্য শাকসবজি চাষাবাদ করি এবং দামও ভালো পাই। কিন্তু এবছরে দাম কম হওয়ায় লাভের চেয়ে লোকসানের পরিমাণ বেশি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি আলকারাজ-সিনার

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিল্লিতে আবাসিক ভবন ধস

মিডফোর্ডের হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ