ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

ভারত সীমান্তে পাওয়া বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ

ভারত সীমান্তবর্তী ত্রিপুরার গৌড়নগরে পাওয়া বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

ভারত সীমান্তবর্তী ত্রিপুরার গৌড়নগরে পাওয়া বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও নিহতের ছেলে উপস্থিত ছিলেন।

মৃত ব্যক্তির নাম জহুর আলী (৫২)। মৃত জহুর আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে। 

আরও পড়ুন

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ জানান, বিএসএফ ও ভারতীয় পুলিশ জানিয়েছে গত শরিবার তার মরদেহ পাওয়া যায়। পরে তারা ভারতের খোয়াই থানা পুলিশের কাছে হস্তান্তর করলে খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সেখানে তার ময়নাতদন্ত করা হয়। এর রিপোর্ট পরবর্তী সময়ে আমাদের দেওয়া হবে।

তিনি বলেন, খোয়াই থানা পুলিশের প্রাথমিক ধারণা নিউমনিয়া ও ফুসফুসে সমস্যাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে তিনি সীমান্ত কীভাবে পাড়ি দিয়েছেন তা জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ