ভিডিও মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৭:১৩ বিকাল

অন্য কোনো দলের কাউকে নেবে না বিএনপি

সংগৃহীত,অন্য কোনো দলের কাউকে নেবে না বিএনপি

দলের কমিটি গঠনের ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের কোনো সদস্য বা অরাজনৈতিক ব্যক্তিদের বিএনপিতে যোগদান না করাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরের কমিটিতেই অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।

এতে আরও বলা হয়, কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরই মধ্যে ‘জিয়া সাইবার ফোর্স’ নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণরূপে প্রতারণামূলক। এভাবে স্বৈরাচারের দোসররা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকে সতর্ক ও সাবধান থাকতে হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া কাটার সময় চোরাকারবারি আটক

বগুড়ায় দখলমুক্ত হয় না ফুটপাত পুলিশ-হকার লুকোচুরি খেলা

প্রিপেইড মিটার পরিবর্তনের দাবিতে নাটোরে নেসকো অফিস ঘেরাও

বগুড়ার শাজাহানপুরে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক

প্রতি বছর দেশে ৫৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় : ডিআইজি মোহাম্মদ শাহজাহান

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু