ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

নাটোর শহরের প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

নাটোর শহরের প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের প্রধান সড়কের উভয়পাশে সড়ক বিভাগের রাস্তা, ফুটপাত ও জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। একই সাথে ভবিষ্যতে শহরের কোন ফুটপাত দখল করে কেউ যাতে দোকানপাট না বসায় এবং দোকানের মালামাল রাখে সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুর থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন এবং নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকারের নেতৃত্বে সড়ক বিভাগের কর্মীরা এই দখল মুক্ত অভিযান পরিচালনা করা হয়।

নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, শহরের ভিতর সড়ক প্রশস্তকরণ কাজ শেষ করার পর জনগণের চলাচল বিঘ্ন করে ফুটপাত দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার তাদের নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি।

আরও পড়ুন

এছাড়া আদালতের নির্দেশে ১৬৬ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নোটিশ জারী করা হয়। তাতেও কোন কাজ না হওয়ায় অবশেষে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়। এতে শহরের প্রধান সড়কের উভয়পাশে সড়ক বিভাগের রাস্তা, ফুটপাত ও জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের জাতীয় সমাবেশ: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

সিরাজগঞ্জ চলনবিলের হাট-বাজারে মাছ ধরার ফাঁদ চাই বিক্রির ধুম পড়েছে

বগুড়ার শিবগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্বৈরাচার প্রতিরোধ দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

নওগাঁর মান্দায় বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিএনপি’র মৌন মিছিল কর্মসূচি পালন