ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বিশেষ বিচারকের দায়িত্ব পেলেন বুবলী

বিশেষ বিচারকের দায়িত্ব পেলেন বুবলী, ছবি: সংগৃহীত

বিনোদনডেস্ক: কখনো আলোচনা, কখনো বা সমালোচনা দিয়ে মিডিয়া অঙ্গনে নিজের নামটি বেশ পাকাপোক্ত করে নেন এ সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। এই মুহূর্তে বুবলীর হাতেই বেশিসংখ্যক সিনেমা রয়েছে। শুধু সিনেমায় অভিনয়ই নয়, পাশাপাশি অন্যান্য কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন।

বছরের শেষপ্রান্তে এসেও বুবলী ভীষণ ব্যস্ত। মো. নূরুজ্জামানের পরিচালনায় এনটিভিতে আগামী ৪ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিট থেকে প্রচার শুরু হতে যাচ্ছে ‘মমতাজ সিক্রেট বিউটি এক্সপার্ট’। এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতেই বিশেষ বিচারক হিসেবে দর্শক দেখতে পাবেন চিত্রনায়িকা বুবলীকে।

গত ২৮ নভেম্বর রাজধানীর তেজগাঁওতে এনটিভির নিজস্ব স্টুডিওতে ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’র গ্র্যান্ড ফিনালে পর্বটির রেকর্ডিং সম্পন্ন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রধান দুই বিচারক বিউটিশিয়ান কানিজ আলমাস খান ও কাজী কামরুল ইসলাম। হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন সময়ের নন্দিত অভিনেত্রী, উপস্থাপিকা আইশা খান।

আরও পড়ুন

বিশেষ বিচারক হিসেবে উপস্থিত হয়ে বুবলী বলেন, ‘এ ধরনের একটি রিয়েলিটি শোতে বিশেষ বিচারক হিসেবে সম্পৃক্ত থাকাটাকে আমি ভীষণ সম্মানের হিসেবেই বিবেচনা করছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, এনটিভি পরিবারের সবাইকেসহ মো. নূরুজ্জামান ভাইকে। আমি আরও সম্মানিত বোধ করেছি শ্রদ্ধেয় কানিজ আলমাস খান আপা ও কাজী কামরুল ইসলাম ভাইয়ের পাশে বসার সুযোগ পেয়ে। নারী-পুরুষ এখন সবাই সৌন্দর্যের বিষয়ে বিশেষভাবে সচেতন। তো এ ধরনের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে সবার ভেতর যে উচ্ছ্বাস আমি দেখেছি, তা আমাকে মুগ্ধ করেছে। সত্যি বলতে কী, মানুষের ভেতরটা সুন্দর হলে তা তার মুখাবয়বেও ফুটে ওঠে।’

‘বিউটি এক্সপার্টরা সেই সৌন্দর্য নিজেদের আন্তরিকতা দিয়ে আরও বাড়িয়ে তোলেন। এনটিভি সবাইকে গ্রুমিং করে জাতীয়ভাবে যে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে, এটা অনেক বড় বিষয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এখনো নিজেকে একজন শিক্ষানবিসই মনে করি। তারপরও আমাকে এমন আয়োজনে বিচারকের ভূমিকায় কাজ করার সুযোগ দেওয়ায় আমি পুলকিত। আমিও আমার অবস্থান থেকে ঠিকমতো বিচারকাজটা করার চেষ্টা করেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার