ভিডিও রবিবার, ২২ জুন ২০২৫

নাটোরের বড়াইগ্রামে মাছ চোর সন্দেহে আটক ৭, মোটরসাইকেল-ভ্যান গাড়ি জব্দ

নাটোরের বড়াইগ্রামে মাছ চোর সন্দেহে আটক ৭, মোটরসাইকেল-ভ্যান গাড়ি জব্দ, প্রতীকী ছবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুর থেকে মাছ চুরির প্রস্তুতিকালে চোর সন্দেহে ৭ জনকে আটক এবং ৪ টি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, মাছ ধরার বড় বাধাই জালসহ বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশ।

গতকাল রোববার ভোর ৪ টার দিকে উপজেলার পারকোল গ্রামের ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার বিভিন্ন গ্রামের নাজমুল আলম (৩৪), আলমগীর হোসেন (২৬), রানা (২৪), সুমন (২৪), তুষার (২৩), কৌশিক আহম্মেদ (২৫) ও রাজু জোয়ারদার (২৫)।

স্থানীয় ও পুলিশি সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে মাছ ধরার উপকরণ নিয়ে মোটরসাইকেল, ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও মাছ বহনের ট্রলিযোগে উপজেলার পারকোল গ্রামের পারকোল উচ্চ বিদ্যালয়ের পুকুরে মাছ ধরতে যায় একদল দুর্বৃত্ত।

মাছ ধরার প্রস্তুতিকালে স্কুলটির নাইট গার্ড আমজাদ হোসেন ও প্রতিবেশী বেলাল হোসেন বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার শুরু করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মাছ ধরতে বাধার সৃষ্টি করে ও পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে জড়িত সন্দেহে মোটরসাইকেল ও মাছ ধরার বড় বাধাই জালসহ ৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

এরপর বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম সংশ্লিষ্ট ঘটনায় ব্যবহৃত আলামত অনুসন্ধানের জন্য সঙ্গীয় ফোর্সসহ পুনরায় ঘটনাস্থলে আসেন এবং রোববার দুপুর ২ টার দিকে খোঁজা-খুজির এক পর্যায়ে পুকুরের পানির নিচ থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়িসহ কিছু উপকরণ উদ্ধার করেন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে কেউ-কেউ বলেছেন, আটককৃতরা ছিল পথচারী। তারা পথ বেয়ে অন্যত্র যাচ্ছিল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আটককৃতদের রোববার বিকেলে জেল হাজতে পাঠান হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪২৯৫০ হাজি

দুর্নীতির দায়ে উপদেষ্টা আসিফের ফাঁসি হওয়া উচিত : তারেক

নাটোরে সড়ক দুর্ঘটনায় পৃথক স্থানে নিহত ২

আজ ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করলো ইরান

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মতিন সরকার গ্রেফতার