ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৭ বিকাল

সিলেটে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি

সিলেটে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি

সিলেটে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অর্ধকোটি টাকার ভারতীয়সহ চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।


আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ ও আজ ৭ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনস্ত সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, নোয়াকোট, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, লবিয়া, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক ও পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, শুটকি, অলিভ ওয়েল, বিড়ি, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ইজি বাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য- ৫০ লাখ ৭৩ হাজার টাকা।

 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর টেস্টে বড় জয় বাংলাদেশের

বড় জয়ে ক্যাম্প ন্যুতে ফেরা উদযাপন বার্সা’র 

ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা; হল ত্যাগ করছেন শিক্ষার্থীরা | Dhaka University

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে সিইসি

রাজউকের প্লট দুর্নীতি : রেহানাসহ আসামিদের বিরুদ্ধে রায় ২৫ নভেম্বর

দ্রুততম ২৫০ উইকেট নিয়ে ইতিহাস তাইজুলের