ভিডিও বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

দুবাই ফেরত যাত্রীর কাছে মিলল ৬৮ লাখ টাকার স্বর্ণালংকার; আটক ২ 

দুবাই ফেরত যাত্রীর কাছে মিলল ৬৮ লাখ টাকার স্বর্ণালংকার; আটক ২ 

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরনের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। 

দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে স্বার্ণালংকারগুলো জব্দ করা হয়।তারা হলেন- ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে BG148 ফ্লাইটের বিমানের ভেতরে ঢুকে ২ যাত্রীকে তল্লাশি করে।

অনামিকা জুথী দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

আরও পড়ুন

তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-148 ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকা যোগে দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা মূলত ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানযোগে ঢাকা পাঠিয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করেন।

বাজুসের তথ্যানুযায়ী, এসব স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হার, যা বললেন মিরাজ

৪৯তম বিসিএস’র মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

বৈষম্য ও চ্যালেঞ্জ  মোকাবেলা করে গ্রামের নারীরা আশার আলো দেখাচ্ছেন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হবে বৃহস্পতিবার, জানবেন যেভাবে

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন বিশ্ব রেকর্ড

দলগুলোর কাছে পাঠানো হলো জুলাই সনদ, স্বাক্ষর শুক্রবার