ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৯ দুপুর

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত 

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত , ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে আরও ২৩ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই উত্তরের বেইত লেহিয়া শহরের। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এ হতাহতের খবর পাওয়া যায়। খবর : রয়টার্স।

চিকিৎসকেরা বলছেন, মঙ্গলবার বেইত লেহিয়ায় ধারাবাহিক বিমান হামলায় আটজন নিহত হয়েছেন। আর গাজা শহরের অন্যান্য এলাকায় আরও চারজন নিহত হয়েছেন। একইদিনে গাজার উত্তরাঞ্চলের অন্তত আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া শিবিরে ইসরাইলি বিমান হামলায় দুজন নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তারা আরও জানান, গাজার জেইতুন শহরতলিতে আল-ফালাহ স্কুলে আরেকটি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। স্কুলটিতে বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিলেন। এছাড়া সুদূর দক্ষিণে রাফাতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নারী নিহত হয়েছেন।

গত অক্টোবর মাস থেকে জাবালিয়া, বেইত লাহিয়া ও বিত হ্যানউন শহরে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এসময়ে তারা এই তিন স্থানে শতাধিক ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী বলেছে, তারা হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করছে। এদিকে, হামাস ও তাদের মিত্র ইসলামিক জিহাদ দাবি করেছে, তাদের যোদ্ধারা অক্টোবর থেকে গেরিলা ধাঁচের অতর্কিত হামলায় বেশ কয়েকজন ইসরাইলি সেনাকে হত্যা করেছে।
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেটের হৃৎস্পন্দন যখন থমকে যায়

অনশনরত বিসিএস পরীক্ষার্থীদের কথা শুনছেন ডা. তাসনিম জারা | 47Th BCS | Dr Tasnim Jara

বগুড়ায় বাঁশের গ্যালারিতে বসে ভলিবল খেলা দেখল দর্শক | Volleyball | Daily Karatoa

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আবার ভূমিকম্প আতঙ্ক

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের