ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

স্বস্তি নিয়ে শেষ বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্ব

স্বস্তি নিয়ে শেষ বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্ব,ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে শেষটা অন্তত ভালো হলো বাংলাদেশের জন্য। আগের দুই চক্রে একেবারেই তলানিতে থাকা দলটা এবারে এখন পর্যন্ত আছে ৯ম স্থানে। খুব বেশি বলার মতো কোনো অর্জন না হলেও নিজেদের অতীত দেখে কিছুটা তৃপ্তি পেতে দোষও হয় না। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুই চক্রের চেয়ে এবারে যে জয়টাও অনেক বেশি। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর ২০১৯-২১ চক্রে ২০ আর ২০২১-২৩ চক্রে মোটে ১৬ পয়েন্ট ছিল বাংলাদেশের নামের পাশে। চলতি চক্রে এসে সেটা হয়েছে ৪৫। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন ওভালে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। যেটা তারা জিতে নিয়েছে ১০১ রানের ব্যবধানে। 

আর এরই মাধ্যমে সবার আগে টেস্ট মিশন শেষ করল বাংলাদেশ। চলতি চক্রে এসে বাংলাদেশ জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের এক ম্যাচ। বাকি ৩ জয় এসেছে ঘরের বাইরে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করে একটা পর্যায়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়েও চলে এসেছিল । কিন্তু ঘরের বাইরে  ভারত সিরিজ এবং ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে শোচনীয় হারে সেখান থেকে ছিটকে যায় বাংলাদশ। 

আরও পড়ুন


সবমিলিয়ে এবারের ৬ সিরিজে টাইগাররা খেলেছে ১২ টেস্ট। জিতেছে ৪ ম্যাচ। হেরেছে ৮ ম্যাচে। ঘরের মাঠে ৬ টেস্ট থেকে ১ ম্যাচে জয় পেলেও হেরেছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। ঘরের বাইরে পাকিস্তানে ২ ম্যাচের সিরিজ জেতা দলটি ভারতে হয়েছে নাস্তানাবুদ। আর উইন্ডিজ সফরে একটা জয় সঙ্গী হয়েছে তাদের। বাংলাদেশ নবম স্থানে থেকেই শেষ করতে পারে। ওয়েস্ট ইন্ডিজের পরের টেস্ট পাকিস্তানের বিপক্ষে। সেই অ্যাওয়ে সিরিজে পাকিস্তানের বিপক্ষে ১ জয় পেলেও বাংলাদেশের পেছনেই থাকবে উইন্ডিজ। দুই ম্যাচের সিরিজে তাই ১ জয়ের সঙ্গে অন্তত ১ ড্র দরকার ক্যারিবিয়ানদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ