ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪, ০৮:১৮ রাত

মিনিস্টারের 'কোটিপতি হোন' অফার ঘোষণা

সম্মানীত ক্রেতাদের  জন্য এই সময়ে অস্থির বাজারে স্বস্তির অফারে "কোটিপতি হোন" অফার ঘোষণা করলো বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টার। আজ মিনিস্টার’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অফারটি ঘোষণা করা হয় । উক্ত অফার ঘোষণাকালে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস জনাব সোহেল কিবরিয়া,মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান,  শো-রুম বিভাগের পরিচালক জনাব মাহমুদুর রহমান খান, ডিলার চ্যানেলের পরিচালক জনাব ড. মো. সাখাওয়াৎ হোসেন, সম্মানীত উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: হুমায়ুন কবীরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন; দেশের এই অস্থির বাজারে ক্রেতাগণ যাতে স্বস্তিতে ইলেক্ট্রনিক্স পণ্য কিনতে পারে সেইজন্য এ অফার ঘোষণা করা হলো। এ অফারের মাধ্যমে সম্মানীত ক্রেতাগণ মিনিস্টার’র ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রো ওয়েভ ওভেন কিনলেই পাচ্ছেন স্ক্র্যাচকার্ড আর কার্ড ঘষে হতে পারেন কোটিপতি, সেই সাথে আরো থাকছে নানান ধরনের ইলেক্ট্রনিক্স পণ্য ফ্রি ও উপহার সামগ্রীসহ বিশাল ডিসকাউন্ট । এছাড়াও তিনি আরো বলেন; মিনিস্টার সব সময় দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছে এবং সামনেও করবে। সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য ও সেরা সার্ভিস দেয়াই আমাদের অঙ্গিকার। ভবিষতে এধারা আরো বেগবান করার জন্য মিনিস্টার কাজ করে যাচ্ছে। শো-রুম বিভাগের পরিচালক জনাব মাহমুদুর রহমান খান বলেন; সারাদেশে প্রায় ২০০ টির অধিক শো-রুমে একসাথে এ অফারটি চলবে। ক্রেতাগণদের সার্বিক সহায়তা দেয়ার জন্য আমরা সব সময় সচেষ্ট আছি এবং থাকবো। এ বিষয়ে ডিলার চ্যানেলের পরিচালক জনাব ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেনে; শো-রুম চ্যানেলের পাশাপাশি ১৫০০ এর অধিক ডিলার শো-রুমেও একযোগে চলবে এ অফারটি। দেশের যেকোন প্রান্ত থেকে কাস্টমারগণ একই সুবিধাতে মিনিস্টার’র পণ্য ক্রয় করতে পারবেন এবং দ্রুততম সার্ভিস প্রদাণ করার জন্য আমাদের টিম অবিরাম কাজ করে যাচ্ছে।

 অফারটি সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানের হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকশনস কে এম জি কিবরিয়া বলেন; "মিনিস্টার ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড সব সময় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। আশা করছি এ অফারের মাধমে বরাবরের মতো  আমরা এবারও ক্রেতাদের অভাবনীয় সাড়া পাবো।

আরো জানা যায় যে এ অফারে মিনিস্টার ব্র্যান্ডের যেকোন মডেলের ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই পবেন স্ক্র্যাচ কার্ড এবং তা ঘষে হতে পারেন কোটিপতি, এছাড়াও পেতে পারেন লাখপতি, একটি কিনলে আরেকটি ফ্রি, গ্রাইন্ডার, ব্লেন্ডার, রাইস কুকার, কেটলি, ফ্যানসহ নিশ্চিত আকর্ষণীয় গিফট । এছাড়াও ফ্রিজে থাকছে ১৩২৬১ টাকা পর্যন্ত  নগদ মূল্যছাড়।

আরও পড়ুন

সেই সাথে মিনিস্টার এলইডি টিভি ও স্মার্ট এলইডি টিভিতে থাকছে  নিশ্চিত ৮,৩৩৭ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড় এবং  আকাশ ডিটিএইচ সংযোগ ফ্রি। আরো আছে ১৯,২০ ও ২৪ ইঞ্চির নির্দিষ্ট মডেলের নন-স্মার্ট টিভিতে  ৫৩% মূল্যছাড়। এছাড়াও থাকছে মাত্র ৭৯৯৯ টাকায় ২৪ ইঞ্চি  এবং মাত্র ১০,৯৯৯ টাকায় ৩২ ইঞ্চি বেসিক এলইডি টিভি ।

যেকোনো সাইজ ও মডেলের এসিতে রয়েছে ১২০০০টাকা পর্যন্ত  নগদ মূল্যছাড় সেই সাথে ফ্রি ইন্সটলেশন তো থাকছেই। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ অন্যান্য সকল হোম অ্যাপ্লায়েন্স পণ্যে রয়েছে নগদ ডিসকাউন্টসহ আকর্ষণীয় গিফট । অফার সম্পর্কে যেকোন তথ্য জানতে ভিজিট করুন https://ministerbd.com/ অথবা যোগাযোগ করতে পারেন হটলাইন: ০৯৬০৬ ৭০০ ৭০০ নম্বরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান