নরসিংদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নরসিংদীর পলাশে নার্গিস বেগম (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের ইটভাটার শ্রমিক কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নার্গিস বেগম কিশোরগঞ্জের মিটাইমইন উপজেলার বাসিন্দা।
নার্গিস তার স্বামীর সঙ্গে কাজৈর গ্রামের ইটভাটার কলোনিতে বসবাস করতেন। তার স্বামী রকিব এমএইচবি ইট ভাটায় শ্রমিকের কাজ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রকিব মিয়া (২৩) ও তার স্ত্রী নার্গিস বেগম ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের একটি ইট ভাটার কলোনীতে বসবাস করতেন। এই কলোনিতে থেকেই আব্দুস সাদেকের মালিকানাধীন এমএইচবি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর চারটায় তার স্ত্রী নার্গিস বেগমকে ঘরের ভেতর রেখে ইট ভাটায় কাজ করতে যান। পরে দুপুর ১২টার দিকে খাবার খেতে বাসায় যান রকিব।
আরও পড়ুনসেখানে যাওয়ার পর ঘরের ভেতর দরজা লাগানো দেখে তার স্ত্রীকে ডাকতে থাকেন। কিন্তু বেশ কয়েকবার ডাকার পরও তার স্ত্রীর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্বামী রকিব। পরে তার স্ত্রীকে ঘরের ভেতরে টিনের চালের খাপের সঙ্গে ওড়না দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এ ঘটনার পরে পুলিশকে খবর দেয় তার স্বামী। পুলিশ খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় নার্গিস বেগমের মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম জানান, নিহত নার্গিসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রকিব ও তার বাবাকে থানায় নেওয়া হয়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন