ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৪, ০১:৩০ দুপুর

টেকনাফের জীম্বংখালীতে বন্দুক ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফের জীম্বংখালীতে বন্দুক ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

নিউজ ডেস্ক:  কক্সবাজারের টেকনাফের জীম্বংখালীতে শামছুলের ঘের নামক এলাকা থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, পাঁচ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩ নভেম্বর) দিনগত রাতে এ অভিযান চালানো হয়।

সোমবার (৪ নভেম্বর) সকালে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক মো. আলম (২৯) ১২ নম্বর বালুখালী রোহিঙ্গা শিবিরের হাবিবুর রহমানের ছেলে।  

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এর অধীনস্থ জীম্বংখালী বিওপির একটি দল শামছুলের ঘের নামক এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় একজন ব্যক্তিকে  ব্যাগ হাতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ঘেরের দিকে আসতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল তাকে আটক করে। পরে তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড গুলি এবং ১টি খালি খোসা উদ্ধার করা হয়।  

আটক রোহিঙ্গা যুবককে টেকনাফ থানায় সোপর্দ করা এবং তার বিরুদ্ধে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকস্বাধীনতার বহিঃপ্রকাশ নাকি অন্যকিছু

নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা : সিইসি

বিশ্বকাপের আগে ব্রাজিলের সামর্থ্যের পরীক্ষা নেবে নরওয়ে

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ক্ষেপণাস্ত্রে এআই প্রযুক্তি যুক্ত করছে ইরান

মা হওয়ার পর প্রথম শুটিংয়ে কিয়ারা