ভিডিও শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৪, ০১:৩০ দুপুর

টেকনাফের জীম্বংখালীতে বন্দুক ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফের জীম্বংখালীতে বন্দুক ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

নিউজ ডেস্ক:  কক্সবাজারের টেকনাফের জীম্বংখালীতে শামছুলের ঘের নামক এলাকা থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, পাঁচ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩ নভেম্বর) দিনগত রাতে এ অভিযান চালানো হয়।

সোমবার (৪ নভেম্বর) সকালে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক মো. আলম (২৯) ১২ নম্বর বালুখালী রোহিঙ্গা শিবিরের হাবিবুর রহমানের ছেলে।  

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এর অধীনস্থ জীম্বংখালী বিওপির একটি দল শামছুলের ঘের নামক এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় একজন ব্যক্তিকে  ব্যাগ হাতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ঘেরের দিকে আসতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল তাকে আটক করে। পরে তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড গুলি এবং ১টি খালি খোসা উদ্ধার করা হয়।  

আটক রোহিঙ্গা যুবককে টেকনাফ থানায় সোপর্দ করা এবং তার বিরুদ্ধে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত আমরা: ধর্ম উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ-চীন পার্টনারশিপ ফোরামের বৈঠক

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করলো ইইউ

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে–এমন দাবি ভিত্তিহীন : প্রেস উইং

মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র

নিজের ঘরে এসে কি বলবো তাল হারিয়ে ফেলেছি : প্রিয় পিতৃভূমিতে তারেক রহমান