নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বুধবার (৭ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
তারা বলেন, ‘কোনো গড়িমসি না করে অতি দ্রুত একটি সর্বজনগ্রাহ্য ও স্বল্পমেয়াদি অন্তর্বর্তী সরকার ঘোষণা দিতে রাষ্ট্রপতিকে জোর আহ্বান জানাচ্ছি। ওই অন্তর্বর্তীকালীন সরকারে আলেমদের প্রতিনিধিত্বও নিশ্চিত করতে হবে। কারণ ৫ মে শাপলা চত্বর থেকে শুরু করে এ পর্যন্ত আলেমদের ব্যাপক ত্যাগ রয়েছে। এমনকি ছাত্র-জনতার বিপ্লবে মাদরাসার শিক্ষক ও ছাত্রদের অংশগ্রহণ ও ত্যাগও অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং ছাত্রদের বিপ্লব চুরি করে এখন কোনো ষড়যন্ত্র হলে আমরা কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হব।’
তারা আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি না থাকায় দেশের নানা প্রান্তে ভাঙচুর, ডাকাতি ও অস্থিরতা চলছে। নানা ধরনের নেতিবাচক খবর আসছে; এতে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে এসব প্রতিরোধে তিন বাহিনীর প্রধানকে আরও ব্যাপক নিরাপত্তা পদক্ষেপ নিতে হবে।’
বিবৃতিতে নেতারা বলেন, ‘আমাদের নেতাকর্মী ও সমর্থকদের বলছি, আপনারা নিজ নিজ এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম গঠন করুন। রাতে ও দিনে ভাগ করে টিমগুলোকে দায়িত্ব দিন। নিজ নিজ এলাকার সরকারি স্থাপনা, থানা, দোকানপাট ও সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয় পাহারা দিন। এ ক্রান্তিকালে আবারও আপনাদের পূর্ণ সক্রিয়তার আহ্বান জানাচ্ছি। এই উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় যার যার জায়গায় ঐক্যবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। আমাদের দেশকে আমাদেরই হেফাজত করতে হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।