চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাবের হাতে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আপন মিয়া (৩০) নামে এক যুবক গ্রেফতার হয়েছেন। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বনগাঁও গ্রামের মৃত আতউর রহমান ওরফে হারিছের ছেলে।
র্যাব জানায়, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে একটি ট্রাভেল ব্যাগের ভেতর গাঁজা বহনকালে আপনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ এনেছে র্যাব।
গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রির জন্য এক ব্যক্তির অবস্থানের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
আরও পড়ুনঅভিযানে ৬ কেজি গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার হন আপন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আপনকে হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব।
মন্তব্য করুন