৯ লাখ ৪৭ হাজার শিশুকে দেওয়ার লক্ষ্য
বগুড়ায় টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম শুরু ১২ অক্টোবর থেকে

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে শিশুদের টাইফয়েডের টিকাদান কার্যক্রম, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। জেলায় ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ৯ লাখ ৪৭ হাজার শিশুকে টাইফয়েডের টিকা প্রদান করবে স্বাস্থ্য বিভাগ। টিকা প্রদান সংক্রান্ত শিশুদের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে জেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ সভায় এসব তথ্য জানানো হয়।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় সারাদেশে পাঁচ কোটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় নিয়ে আসা হবে। পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান।
সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে টিকার বিস্তারিত তুলে ধরেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর এ সাদ্দিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী শাহনেওয়াজ, বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. খুরশিদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু। উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদসহ ইউনিসেফ প্রতিনিধি শহিদুল হাসান।
আরও পড়ুনসভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে জেলার ১২টি উপজেলা ও পৌর এলাকায় শিশুদের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে। তবে কোন শিশুর চলমান জ্বর থাকলে শিশুটি সম্পূর্ণ জ¦র ভালো না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না।
বক্তারা বলেন, টিকাদান ক্যাম্পেইন সফল করতে সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক করা এবং সংবাদ মাধ্যমে যাতে গুজব ছড়িয়ে না পড়ে সেদিকে সংবাদকর্মীদের সচেতন করতেই এই পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, টাইফয়েডের টিকা নিরাপদ ও কার্যকর। পার্শ্ববর্তী দেশগুলোতে এ টিকা প্রদান সম্পন্ন হলেও কোনো বিরূপ প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন