ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জের উল্লাাপাড়ার করতোয়া নদীতে বাইচালদের সংঘর্ষে আহত ১৭

সিরাজগঞ্জের উল্লাাপাড়ার করতোয়া নদীতে বাইচালদের সংঘর্ষে আহত ১৭। প্রতীকী ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল রোববার বিকেলে সোনতলা সেতুর পাশে করতোয়া নদীতে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে প্রতিযোগী দুটি পানসির বাইচালদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ১৭ জন আহত হন।

স্থানীয়রা জানান, পাবনার আমিনপুর থানার শারীরভিটা গ্রামের শারীরভিটা এক্সপ্রেস ও উল্লাপাড়ার কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসি দু’টি নদীতে বাইচ দেওয়ার সময় নির্ধারিত দূরত্ব বজায় না রেখে একে অপরের দিকে চেপে গিয়ে একটি নৌকা আরেকটি নৌকাকে ধাক্কা দেয়। এসময় উভয় পক্ষের বাইচালরা ক্ষুব্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা বৈঠা দিয়ে একে অপরকে আঘাত করে।

এদিকে শারীরভিটা এক্সপ্রেস পানসির পরিচালক আওয়াল মিয়া এবং কৈবর্তগাতী নিউ একতা এক্সপ্রেসের পরিচালক নজরুল ইসলাম শাহিন উভয়ই একে অপরের বিরুদ্ধে নৌকা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে বাইচ কমিটির সদস্য এসএম আল আমিন হোসেন জানান, উল্লিখিত দু’টি পানসি বাইচ চলাকালে একে অপরের দিকে চেপে যাওয়ায় উভয় পানসির বাইচালরা সংঘর্ষে জড়িয়ে পড়ে তবে বাইচ কমিটি পুলিশের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আরও ৪ জোড়া নৌকার বাইচ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, সোনতলায় করতোয়া নদীতে দু’টি পানসি নৌকার বাইচ চলাকালে উভয় নৌকা পাশাপাশি চেপে গেলে গোলযোগ হয়। তবে পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার পানি হু হু করে বাড়ছে 

সিরাজগঞ্জের উল্লাাপাড়ার করতোয়া নদীতে বাইচালদের সংঘর্ষে আহত ১৭

বগুড়ার ধুনটে কৃষি উদ্যোক্তার বাগানের ফলদ গাছ কেটে ক্ষতি

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর ইজারা আদায়কে কেন্দ্র করে ব্যাপক গুলিবর্ষণ, ২ জন গুলিবিদ্ধ 

মহাস্থান বাজার সড়কে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পথচারীরা